18 C
Agartala

জেমাইমা রদ্রিগেজের আবেগঘন ইনিংস: অস্ট্রেলিয়াকে হারানোর পর চোখের জল সামলাতে পারেননি

Published:

অস্ট্রেলিয়াকে হারিয়ে মাঠেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না জেমাইমা রদ্রিগেজ। কাঁদতে কাঁদতেই মাইক্রোফোন হাতে নিয়ে তিনি জানালেন, রবিবার ফাইনালেও একইভাবে খেলতে চান। ম্যাচের পর জেমাইমা বললেন, “স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্নটা এখনও শেষ হয়নি। গত এক মাসের কঠিন পরিশ্রম একা করতে পারিনি। মা, বাবা, কোচ এবং আমার ওপর যারা বিশ্বাস রেখেছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।”জেমাইমা ভাবেননি যে তিনি ১৩৪ বলে অপরাজিত ১২৭ রান করবেন। শুধু যে ছন্দে ছিলেন না, তাই নয়; তিন নম্বরে ব্যাট করতে নামার কথা তিনি আগেই জানতেন না। জেমাইমা বললেন, “আমি স্নান করছিলাম। মাঠে নামার পাঁচ মিনিট আগে জানানো হয়েছিল যে আমাকে তিন নম্বরে ব্যাট করতে হবে।”শতরান করেও উল্লাস না করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। জেমাইমা বলেন, “আজ আমার পঞ্চাশ বা শতরান নয়, ভারতকে জিতিয়ে আনার লক্ষ্য ছিল। আমরা আগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হেরেছি।”নিজের কঠিন সময়কেও তিনি স্মরণ করেছেন। “গত বছর আমাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। সফরে প্রায় প্রতিদিনই কেঁদেছি। মানসিকভাবে ভালো অবস্থায় ছিলাম না। জানতাম আমাকে জ্বলে উঠতে হবে।” ইনিংসের শুরুতে তিনি নিজের মতো খেলছিলেন, নিজের সঙ্গে কথা বলছিলেন। শেষের দিকে ভরসা ছিল বাইবেল। “বাইবেলে লেখা আছে, শুধু শক্ত হয়ে দাঁড়াও, ঈশ্বর তোমার হয়ে লড়াই করবেন। আমি সেটাই ভাবছিলাম।”শেষ দিকে ক্লান্ত বোধ করেও জেমাইমা চেষ্টা চালিয়েছেন। তিনি বলেন, “দীপ্তি প্রতিটি বলে আমার সঙ্গে কথা বলছিল এবং উৎসাহিত করছিল। সতীর্থরা আমাকে উৎসাহিত করল, দর্শকরা আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন। তাই আমি একা কৃতিত্ব নিতে পারি না।”জেমাইমার এই আবেগঘন বক্তব্য শুধুমাত্র একটি রান নয়, বরং তার দৃঢ়তা, ধৈর্য ও দলপ্রেমের প্রতিফলন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -